ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একদিনে দুই ভিসি

চবি প্রতিবেদক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইতিহাসে প্রথমবারের মতো আজ দুইজন ভিসির দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে উপাচার্য পদে রুটিন দায়িত্ব পালন করবেন ড. মহীবুল আজিজ। আর বিকেলে ফের পুনঃবহাল হয়ে সেই চেয়ারে বসছেন ড. শিরীণ আখতারই।

জানা যায়, ‘আজ উপাচার্য ড. শিরীণ আখতার ২৫ বছরের শিক্ষকতা পেশা থেকে অবসরে যাচ্ছেন। সকালবেলা তিনি বাংলা বিভাগে ফিরে গিয়ে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা পালন করবেন। বিকেলে আবার উপচার্যের দায়িত্ব বুঝে নিবেন। আর এই সময়টুকু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন অধ্যাপক মহীবুল আজিজ।’

এর আগে গত ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্য পদে ড. শিরীণ আখতারকে পুনঃনিয়োগ করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন