চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় মোট ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যা অংশগ্রহণের নিরিখে অনুপস্থিতির হার প্রায় ০.৯৪ শতাংশ।
চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা গেছে, এদিন মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন। তবে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৩ হাজার ২৭১ জন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ২১৯টি কেন্দ্রে।
জেলায় জেলায় অনুপস্থিতির পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রামে সর্বোচ্চ ৭৮৭ জন অনুপস্থিত ছিল। কক্সবাজারে ১৯০, রাঙামাটিতে ৬১, খাগড়াছড়িতে ৮৫ এবং বান্দরবানে ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
অংশগ্রহণের পরিসংখ্যানে দেখা গেছে, চট্টগ্রামের ১২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮৮ হাজার ৮২৮ জন শিক্ষার্থী। কক্সবাজারের ৩১টি কেন্দ্রে ছিল ১৮ হাজার ৭৮ জন, রাঙামাটির ২১টি কেন্দ্রে ৬ হাজার ৯০ জন, খাগড়াছড়ির ২৪টি কেন্দ্রে ৬ হাজার ৩৮৭ জন এবং বান্দরবানের ১৫টি কেন্দ্রে অংশ নেয় ৩ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, “বাংলা প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে পরিবেশ ছিল আনন্দঘন এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।” কেন্দ্র সচিবদের বরাত দিয়ে তিনি জানান, “শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিয়েছে।”
এআরই/বাংলাধারা













