বাংলাধারা প্রতিবেদন »
সারাদেশের মত চট্টগ্রামেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)। তবে এবারের পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি। যেখানে ছাত্রের সংখ্যা ৯২ হাজার ৫৫৯ জন এবং ছাত্রীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪২৯ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ হাজার ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এই র্বোডের অধীনে মোট ২৩১টি কেন্দ্রে এবারের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, প্রতিবারের ন্যায় এবারও ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, এসব টিমের সদস্যরা কেন্দ্রগুলো পরিদর্শন করে পরীক্ষা পর্যবেক্ষণ করবেন বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এসএস