বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে একযোগে ১১৪ চিকিৎসককে বদলি করা হয়েছে। সোমবার (০৫ জুলাই) সন্ধায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে চমেকসহ সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বদলির নির্দেশ জানানো হয়।
চমেক হাসপাতালের ১১৪ চিকিৎসককে চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ ফেনী ও খাগড়াছড়ি হাসপাতালে বদলি করা হয়েছে। আগামী বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকরিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব চিকিৎসককে বদলির আদেশ দেওয়া হয়।
বদলির নির্দেশনা–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারি মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত (স্বাস্থ্য বিসিএস) স্বাস্থ্য কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হলো। বুধবারের মধ্যে তাদের পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হয়।
মঙ্গলবার (৬ জুলাই) বদলির বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান বলেন, চমেক ডাক্তারদের বদলির যে আদেশ দেওয়া হয়েছে তা বাতিল করা হোক। এ গণবদলি হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করবে। আর চমেকের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। চট্টগ্রামের জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডি বিদ্যমান ডাক্তার দিয়েই ভালোভাবে চলছে। জেনারেল হাসপাতালে কোনো চিকিৎসক সংকট নেই।
তিনি আরও বলেন, এ গণবদলির কারণে চমেক হাসপাতালের বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে পড়বে। এ বদলির ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নন কোভিড ওয়ার্ডে চিকিৎসা নেওয়া রোগীরা ভোগান্তিতে পড়বে।
বাংলাধারা/এফএস/এআর