বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ জেলা হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা। অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা তামিলসহ সার্বিক বিবেচনায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হন নুরেআলম মিনা।
এ ছাড়া চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেপায়েত উল্লাহও। শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক মনোনীত হয়েছেন চট্টগ্রাম সদর কোর্ট পুলিশ পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।
যৌথভাবে শ্রেষ্ঠ মামলাতদন্তকারী অফিসার মনোনীত হয়েছেন সীতাকুণ্ড থানার এসআই মো. আব্দুল মজিদ এবং ফটিকছড়ি থানার এসআই আরিফুল আলম অপু। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার মনোনীত হয়েছেন চন্দনাইশ থানার এসআই মো. মজিবুর রহমান।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কর্মকর্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের সব পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি