১৫ জুলাই ২০২৫

চট্টগ্রাম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

বাংলাধারা প্রতিবেদন »  

রেলভবন থেকে আসা এক আদেশে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে মোহাশীষ দাশ গুপ্তকে।

রেলওয়ের উপ-পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বদলিকৃত ওই কর্মকর্তার নাম মো. ওমর ফারুক। তিনি চলতি বছরের শুরুতে বিভাগীয় পরিবহন কর্মকর্তার দায়িত্ব নেন। ওমর ফারুককে বদলি করে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ প্রকল্পের উপ-পরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান জানান, চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ওমর ফারুককে বদলি করা হয়েছে। তার জায়গায় মোহাশীষ দাশ গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন