বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম রেলওয়েস্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। তবে বগিতে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী।
তিনি বলেন, স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী শাটল ট্রেনটি যাত্রীর অপেক্ষায় ছিল। ট্রেনটি সন্ধ্যার দিকে এক লাইনে থেকে অন্য লাইনে যাওয়ার পথে একটি বগি উল্টে যায়। বগিতে কোনো যাত্রী ছিল না। ট্রেনটি উদ্ধারে কাজ চলছে বলে জানান তিনি।