চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরীর সৌন্দর্যবর্ধন ও উন্নয়নের লক্ষ্যে তিনটি বড় প্রকল্প হাতে নিয়েছে। মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এত বড় বাজেটের উন্নয়নমূলক কাজ শুরু হলো।
বুধবার (১১ ডিসেম্বর) চসিকের পক্ষ থেকে নগরীর ২৬ নম্বর উত্তর হালিশহর, ৯ নম্বর উত্তর পাহাড়তলী এবং ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে এসব প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। প্রকল্পের মূল লক্ষ্য চট্টগ্রামকে একটি পরিকল্পিত গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য চট্টগ্রামকে একটি আধুনিক ও টেকসই শহর হিসেবে গড়ে তোলা। সৌন্দর্যবর্ধন প্রকল্পের মাধ্যমে নাগরিকদের বিনোদনের সুযোগ ও জীবনমানের উন্নয়ন ঘটানো হবে।” তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল পরিষ্কার ও গভীরতা বৃদ্ধির কাজ চলছে। এ ছাড়া ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।