ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

চট্টগ্রাম হবে সাংহাইয়ের মতো ‘ওয়ান সিটি টু টাউন’

বাংলাধারা প্রতিবেদন  »

‘কর্ণফুলী টানেলের কাজ সমাপ্ত হলে কক্সবাজার-চট্টগ্রামের সংযোগ সহজ হবে। এতে চট্টগ্রামের চিত্র আমূল পাল্টে যাবে। সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন।’ এমনটা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের জনবিচ্ছিন্ন করে তুলছে। জনগণের ওপর আস্থা না থাকায় বিদেশিদের কাছে নালিশ দিতে যায় তারা।

তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মহিউদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের নেতৃবৃন্দের স্বপ্ন বাস্তবায়নের জন‍্য উন্নয়নের মাধ‍্যমে চট্টগ্রামকে সাজিয়ে তুলছেন। কর্ণফুলী টানেলের কাজ সমাপ্ত হলে কক্সবাজার-চট্টগ্রামের সংযোগ সহজ হবে। এতে চট্টগ্রামের চিত্র আমূল পাল্টে যাবে। সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন|  চটগ্রামকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে শিক্ষা উপমন্ত্রী ব‍্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।

উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, অ্যাডভোকেট  ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,  সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ