ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

চন্দনাইশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ :চালকসহ আহত ৫

চন্দনাইশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ :চালকসহ আহত ৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে দুই বাসের চালকের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে দ্রুতগামী বাসগুলোর বেপরোয়া গতিকে সন্দেহ করা হচ্ছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একাধিক কারণে ঘটছে দুর্ঘটনা। প্রশিক্ষণবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিনা প্রয়োজনে ওভারটেক, বেপরোয়া গতি, ভাঙাচোরা সড়ক ও চালকদের প্রায়ই নেশাগ্রস্ত হয়ে পড়া ও ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন কারণে এ সড়কে একের পর এক ঘটছে দুর্ঘটনা।

মহাসড়কটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে প্রাণ। প্রশাসনের নানা উদ্যোগের পরও প্রাণহানি ঠেকানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন