চন্দনাইশ প্রতিনিধি »
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অজয় দত্তের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জোয়ারা হিন্দুপাড়া রোডে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মানিক (২৬), দ্বীপ চৌধুরী (৩০), তমা দাশ (২৪), ইমন ঘোষ (২০), মিন্টু দত্ত (৭০), নয়ন সাত্তার (১৯) ও সুপর্ণা দত্ত (৩০)। তাদের চন্দনাইশ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।
বাংলাধারা/এফএস/এআর