বাংলাধারা প্রতিবেদন »
আগামী ১৩ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে কে হচ্ছেন নৌকার মাঝি, তা নিয়ে এলাকায় চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যে আ. লীগ সমর্থিত ৭ প্রার্থীর তালিকা জেলা আ. লীগের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
এদিকে, তাদের সমর্থকেরা সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে তাদের প্রার্থীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। প্রার্থীরা নৌকা পেতে যে যার অবস্থান থেকে কেন্দ্রীয় আ. লীগ নেতা, এমপি, মন্ত্রী, প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে তদবীর চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আ. লীগের পক্ষ থেকে ৭ মেয়র প্রার্থীর তালিকায় রয়েছেন উপজেলা আ. লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, বর্তমান
মেয়র মাহাবুবুল আলম খোকা, লায়ন রফিকুল ইসলাম, সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম রহমানী, উপজেলা আ. লীগের সদস্য শাহাদত নবী খোকা।
বাংলাধারা/এফএস/এআর