ksrm-ads

৪ অক্টোবর ২০২৪

ksrm-ads

চবিতে দিনেদুপুরে ছিনতাইয়ের শিকার ৬ শিক্ষার্থী

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অভ্যন্তরে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন ৬ শিক্ষার্থী। এসময় তাদের থেকে ৫টি মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়া হয়।

সোমবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন অতীশ দীপঙ্কর হলের সামনে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রসায়ন বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের ফয়সাল গাজী বলেন, ‘ দুপুর দেড়টার দিকে পদার্থবিদ্যা বিভাগের ৫ জন বন্ধু মিলে নির্মানাধীন অতীশ দীপঙ্কর হলের সামনে ঘুরতে যাই। এসময় হঠাৎ মুখোশধারী ৪ জন ছিনতাইকারী রামদা নিয়ে আমাদের আক্রমণ করে ৫টি মোবাইল, নগদ ৫ হাজার টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়।’

ফয়সাল আরও বলেন, ‘তাদেরকে দেখে স্থানীয় কৃষক বলে মনে হয়েছে। আমরা প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন