চবি প্রতিনিধি :::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের ভর্তি পরিক্ষা শুরু না হলেও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে ফলাফল। বিষয়টি আশ্চর্যজনক হলেও এমনটাই ঘটেছে আজ।
আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
জানা যায়, কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রদত্ত আইডিতে লগ ইন করলে প্রত্যেকের রোল নাম্বার দেখাচ্ছে ১০০১০০ এবং মেরিট পজিশন দেখাচ্ছে ১০। আর সবার ইউনিট দেখানো হচ্ছে ‘এ’।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় আইটি সেলের প্রধান ড. মো খায়রুল ইসলাম জানান, সার্ভার চেক করার সময় আমরা কিছু ডাটা পরিক্ষামূলক ভাবে ব্যবহার করেছি। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত সময়ে ২০২০-২১ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাধারা/এফএস/এআই