ksrm-ads

১৪ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

চবিতে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’ প্রদর্শিত

58741756 369076540377243 7942978501357862912 n

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বঙ্গবন্ধু বইমেলা’য় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যু রাজনৈতিক জীবনাচার নিয়ে নির্মিত যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’ প্রদর্শিত হবে। বৃহস্পতিবার (২ মে) বিকাল সাড়ে তিনটায় বুদ্ধিজীবী চত্ত্বরে পাঁচদিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা-১৯’র সমাপনী দিনে সাংস্কৃতিক পর্বে এ যাত্রাপালা প্রদর্শিত হচ্ছে।

মিলন কান্তি দে’র রচনায় ও মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় এটি পরিবেশন করবে গ্রুপ থিয়েটার নাট্যাধার। বঙ্গবন্ধু চেয়ার (বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র), বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু বইমেলা-১৯’র যৌথ উদ্যােগে আয়োজিত অনুষ্ঠানে যাত্রাটি পরিবেশন করা হচ্ছে।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়ার দৃশ্যের মধ্য দিয়ে শুরু হবে বাংলার মহানায়ক যাত্রাপালার।

এই যাত্রাপালায় দেখানো হচ্ছে বঙ্গবন্ধুর সহচর হিসেবে মুক্তিযুদ্ধে তাজউদ্দীন, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম ও কামারুজ্জামানের অবদান। ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া ও পাকিস্তানের পিপলস পার্টি নেতা জুলফিকার আলী ভুট্টোর চক্রান্ত।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর নৃশংস হত্যাকান্ড, বঙ্গবন্ধুকে বন্দী করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা। পাশাপাশি তুলে ধরা হচ্ছে বঙ্গবন্ধুর সাথে খন্দকার মোশতাক, মেজর ডালিম, নূর, ফারুক, রশীদ, বজলুর রহমানের বিশ্বাসঘাতকতা।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন