ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

চবিতে বসতঘরে ধসে পড়লো পাহাড়, জীবিত উদ্ধার ৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসময় একই পরিবারের চারজনকে জীবিত উদ্ধার করার হয়। সোমবার (৭ আগস্ট) ভোররাত সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনিতে এ ঘটনা ঘটে।

পাহাড় ধসে পড়া বাড়িটিতে থাকতেন মো. হানিফ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের এক কর্মচারী।

জানা গেছে, হানিফ ও তার স্ত্রীসহ দুই ছেলে-মেয়ে বাড়ির নিচে চাপা পড়েন। ভোর রাতে হঠাৎ বিকট শব্দ হলে প্রতিবেশীরা এসে তাদের দেয়াল চাপা অবস্থায় দেখতে পান। পরে দেয়াল সরিয়ে হানিফ সহ পরিবারের চার সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।

সরেজমিন দেখা যায়, প্রায় ৩০০ ফুট দূর থেকে একটি বড় গাছসহ পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে কাঁচাপাকা বাড়িটির দুই পাশের দেয়াল ভেঙে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম জানান, পাহাড় ধসের খবর শুনেছি। সেখানে চবি নিরপত্তা দফতরের প্রধানকে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে আছেন।

আরও পড়ুন