চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে এ ঘটনা ঘটে।
আহত ওই নিরাপত্তাকর্মীর নাম মো. মিলন (৩৩)। তিনি সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার বাসিন্দা।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার নিরাপত্তার ডিউটি করছিলেন তিনি। এমন সময় জিরো পয়েন্ট থেকে আসা সিএনজিটি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি বাম পায়ে মারাত্মক আঘাত পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নেয়া হয়।
চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনিয়া রহমান বলেন, আমরা উনাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এক্স-রে করতে পাঠিয়েছি। এক্স-রে রিপোর্ট দেখার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বাংলাধারা/এসএস