ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

চবিতে স্কলারশিপ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থী ও ১০ গবেষককে সংবর্ধনা

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তে বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী এবং বিগত বছরের সর্বোচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরধারী গবেষণাপত্র প্রকাশকদের জন্য সংবর্ধনা এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এর উদ্যোগে রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে এই সংবর্ধনা এবং পুরুস্কার বিতরণ করা হয়।

চবি শিক্ষার্থী কাবেরী দাসের সঞ্চালনায় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড.কাজী তানভীর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউআরএইচএস এর সভাপতি তাকবীর হোসেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এ বছর ৫৫ জন শিক্ষার্থি স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য বিশ্ব রার্ঙ্কিং এ শীর্ষ ৫০০ টি বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ অর্জন করেছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে গবেষনা প্রকাশনার সংখ্যা দ্বিগুণ হয়ে ৫৫০ এ উন্নীত হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

অধ্যাপক বেনু কুমার দে বলেন, তোমাদের এই অর্জনে আমরা গৌরবান্বিত হই। আমরা প্রায় সময়ই দেখি চবি নেগেটিভ শিরোনামে পরিচিত হচ্ছে। এই পরিচিতি আমাদের হতাশ করে। কিন্তু যখন তোমাদের মতো উজ্জ্বল নক্ষত্রগুলো দেখি আমরা প্রাণ ফিরে পাই। আমি স্বপ্ন দেখি তোমরা যদি এইভাবে এগিয়ে যাও তাহলে ৫ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এ আমরা প্রবেশ করতে পারবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেন, চবির ছাত্র শিক্ষকরা বিদেশ গিয়েও সাফল্য অর্জন করেছে যা গৌরবের। তাদের সাফল্যের গল্প অনুপ্রেরণা দিবে আগামী প্রজন্মকে। তবে জামাল নজরুল স্যারের কথা স্মরণ করে তিনি বলেন, শেকড় কে যেন ভুলে না যায়। যারা বাইরে যাচ্ছে তাদেরকে দেশের মানুষের কথা স্মরণ করে দেশে ফিরে এসে কাজ করার আহ্বান জানান।

তিনি সিইউআরএইচএস এর ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এতো সুন্দর করে বিশ্ববিদ্যালয়ের অর্জন ফুটিয়ে তোলার জন্য৷ এর পাশাপাশি আগামী তে সেরা গবেষক এবং উচ্চশিক্ষায় আগ্রহ বৃদ্ধির জন্য তিনি ডিন’স অ্যাওয়ার্ড চালু করার ঘোষণা দেন। তরুণরা যেন আরো গবেষণামুখি হয় এবং বিশ্বে বিচরণ করে নিজ বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে সেই আশা ও কামনা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক খায়রুল ইসলাম,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌলা, আইটি অনুষদের ডিন রাশেদ মোস্তফা, ব্যবস্থাপনা বিভাগের ছাত্র কল্যাণ উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন,রেজিস্ট্রার মনিরুল হাসান।

এর পাশাপাশি অতিথি হিসেবে ছিলেন সিইউআরএইচএস এর উপদেষ্টা ও মডারেটর বৃন্দ। তাদের মধ্যে রয়েছে ড. মোঃ মঈন উদ্দীন,ড. অলক পাল,ড. অঞ্জন কুমার চৌধুরী, ড. এম. শাহ নেওয়াজ চৌধুরী ।

ইমপ্যাক্ট ফ্যাক্টরধারী গবেষণাপত্র প্রকাশক শিক্ষকরা হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডঃ মোহাম্মদ খায়রুল ইসলাম ও ড. ফারাহ জাহান, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের ড.তরিত কুমার বাউল, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বিভাগের মোঃ আতিয়ার রহমান, ফার্মেসি বিভাগের মোঃ গিয়াস উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের খাদিজা মিতু, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মোঃ আফতাব উদ্দিন, মার্কেটিংয় বিভাগের শান্ত বণিক, মেরিন সায়েন্সেস বিভাগের ড. এস.এম. শরীফুজ্জামান।

স্কোপাস ইনডেক্সড জার্নালে চবির শীর্ষ ৫ প্রকাশকরা হলেন ফার্মেসি বিভাগের সাদ আহমেদ সামি, রসায়ন বিভাগের লাকি দে, উদ্ভিদবিদ্যা বিভাগের সজিব রুদ্র, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ আব্দুল কাইউম খান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের শাগুফতা মিজান এবং ফিসারিজ বিভাগের ইস্তিউক আহমেদ রুবি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের আবু তায়েব মঈন।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) ২০১৯ সাল থেকে শুরু করে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে শিক্ষার্থীদের যথাযথ তথ্য , দিকনির্দেশন বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গবেষণার আগ্রহ বাড়িয়ে তুলতে কাজ করছে।

বাংলাধারা/এসএস

আরও পড়ুন