বাংলাধারা প্রতিবেদন »
আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ড. শিরীণ আখতার। বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি পদে নিয়োজিত ছিলেন তিনি। সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মেয়াদ শেষ হবার পর গত জুন মাস থেকে ভারপ্রাপ্ত উপচার্যের দায়িত্ব পালন করছিলেন ড. শিরীণ আখতার। রোববার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, চার বছরের জন্য ড. শিরীণ আখতারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। তবে, রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এই নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১২ (২) ধারা অনুযায়ী ড. শিরীণ আখতারকে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, সিনেট কর্তৃক নির্বাচিত প্যানেল হতে নিয়মিত ভাইস চ্যান্সেলর নিয়োগ অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ নিয়োগ বলবৎ থাকবে। এ পদে বর্তমানের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন তিনি। এছাড়া বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন প্রফেসর ড. শিরীণ আখতার। আর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিক তিনি ক্যাম্পাসে অবস্থান করবেন বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।
জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতারের বাড়ি কক্সবাজার জেলায়। কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিরীণ মুক্তিযোদ্ধার সন্তান। তিনি এইচএসসি পাস চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেছেন স্নাতকোত্তর। শিক্ষাজীবনের এ চারটি স্তরে তার রয়েছে দ্বিতীয় শ্রেণি। তবে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি করেছেন।
বাংলাধারা/এফএস/টিএম