ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

চবির সমাজতত্ত্ব বিভাগের গ্র্যাজুয়েশন কার্নিভাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৫৪ তম ব্যাচের গ্রাজুয়েশন কার্নিভাল টুয়েন্টি ফাইভ সম্পন্ন হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় বিভাগের শিক্ষক প্রফেসর ড. আনোয়ার হোসেন চৌধুরী এবং ড. হানিফ মিয়া কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালি, কালার ফেস্ট, সিগনেচার, ফটোসেশন ও কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ও বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। এ সময় বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস লাইফের স্মৃতিচারণ করেন।

এদিন বিশেষ সম্মাননা হিসেবে বিভাগের কর্মচারী ফজলুল করিমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হয়।

এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল ইস্পাহানি মীর্জাপুর টি লিমিটেড। কো-স্পনসর হিসেবে সহযোগিতা করে ইনফোসনিক সিস্টেম লিমিটেড, সাম গ্রুপ এবং ভেক্টোরাইজ।

আরও পড়ুন