১৫ জুলাই ২০২৫

চবি উপাচার্য-প্রক্টরের সাথে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সাথে সৌজন্য সাক্ষাত করেছে শাখা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ। একইসঙ্গে প্রক্টর এসএম মনিরুল হাসানের সাথেও সৌজন্য সাক্ষাত করে সংগঠনটি।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে এই সৌজন্য সাক্ষাত করে সংগঠনটির নেতৃবৃন্দ। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি আহমদ নূরে সাদী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা নিরলস ভাবে কাজ করে যাবে।

সাধারণ সম্পাদক মো. মোস্তফা বলেন, শিক্ষা, শান্তি, শৃঙ্খলা, ন্যায় নীতির বার্তা নিয়ে আইনের ছাত্র হিসেবে প্রত্যেক মুজিব আদর্শের সৈনিকের উচিত সংঘবদ্ধ ভাবে দেশের উন্নয়নে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। তার একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জন্য নিরলস ভাবে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ গঠিত হয় ১৯৯৬ সালের ২৯শে মার্চ। বর্তমানে এর নেতৃত্বে আছেন সভাপতি এ্যাডভোকেট মোঃ নাজিম এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আইন কলেজে এর শাখা কমিটি রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন