ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের প্রায় দুইশত শিক্ষার্থী ও বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ৫০২ নম্বর কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল হক এর সঞ্চালনা ও বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রফেসর আবুল মনসুর আহমেদ।

এসময় বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক ও চবি প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী, সহযোগী অধ্যাপক মোরশেদুল ইসলাম, সাহাব উদ্দীন নিপু এবং সহকারী অধ্যাপক মুহাম্মদ জাকারিয়া। বিদায়ী শিক্ষার্থীদের (১৩-১৪ সেশন) মধ্যে বক্তব্য রাখেন আরিফুল হক অপু, জাহিদ হাসান সবুজ এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোমানা আক্তার শান্তা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, মোঃ আসাদুজ্জামান (রানা)।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন