চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার।
সোমবার (১৩ মে) দুপুর একটার দিকে চবি প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুনের সঞ্চালনা ও কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাট্যকলা বিভাগের সভাপতি শামিম হাসান, হিসাব নিয়ামক ফরিদুল আলম, চবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমেদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় দুই শতাধিক লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় নিয়ে কেউ অপপ্রচার চালালে আমরা কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। তাই আমরা বলতে চাই তারা যা প্রচার করছে তা সম্পূর্ণ বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে। যারা এগুলো করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আহ্বানও জানান বক্তারা।
বাংলাধারা/এফএস/এমআর