বাংলাধারা ডেস্ক »
সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট ম্যাচ খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল। একই বিমানে চট্টগ্রাম আসে ভারতীয় দলও।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তিনটার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে দুই দলের বহনকারী বিমান। পরে বাসে টিম হোটেল রেডিসন ব্লুতে আসে তারা। এর আগে দুপুর ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় দুই দল।
আগামীকাল শুক্রবার (৯ ডিসেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দল। আগামী ১০ ডিসেম্বর (শনিবার) একই মাঠে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে টাইগাররা। এরই মধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টিম বাংলাদেশ।
ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের মতো প্রথম টেস্ট স্কোয়াড থেকেও ছিটকে পড়েছেন ওপেনার তামিম ইকবাল। আর চমক হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানো জাকির হাসান। সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষেও চট্টগ্রামে ঝকঝকে সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেটের এই ওপেনার।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম টেস্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে টিকে গেছেন চরম অফফর্মে থাকা মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও এনামুল হক বিজয়।
বাংলাদেশ স্কোয়াড
মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলী চৌধুরী, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউল রহমান রাজা ও এনামুল হক বিজয়।
এদিকে, তৃতীয় ওয়ানডের টিকিটের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট। যদি আসন ফাঁকা থাকে তাহলে টিকিট পাওয়া যাবে ম্যাচের দিনও।
টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, সর্বোচ্চ ১৫০০ টাকা। এর মধ্যে ইস্টার্ন স্ট্যান্ডের (পূর্বদিকের গ্যালারি) টিকেট মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা করে।
এছাড়া ওয়েস্টার্ন স্ট্যান্ডের (পশ্চিমদিকের গ্যালারি) জন্য ২০০ টাকা, ক্লাব হাউজে ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য এক হাজার টাকা এবং রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ১ হাজার ৫০০ টাকা।