বাংলাধারা প্রতিবেদন »
নগরীর মেডিকেল কলজে হাসপাতাল এলাকায় কে বি ফজলুল কাদরে রোডস্থ ইপকি মার্কেটে লাইসেন্সের র্শত অমান্য এবং অনুমোদনহীন বিদেশী ঔষুধ বিক্রি করায় তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরমিানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার ( ১২ জুন ) দুপুর আড়াইটায় সহকারী কমিশনার ও এক্সকিউিটিভ ম্যাজিস্টেট মোঃ আলী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা করা ফার্মেসিগুলি হলো: গাজী ফার্মেসি ও সার্জিক্যাল, সাথী মেডিকেল হল ও ডায়মন্ড ফার্মেসি।
আলী হাসান বলেন, এ তিনটি প্রতিষ্ঠান লাইসেন্সের র্শত অমান্য এবং অনুমোদনহীন বিদেশী ঔষুধ বিক্রি করছিল। এছাড়াও দেখা যায় সাথী মেডিকেল হলে লাইসেন্সের মেয়াদ নেই। তিনটি ফার্মেসীতেই দেখা যায়, ঔষুধ বিক্রির পর কোন ক্যাশ মেমো দিচ্ছে না। ঔষুধে নির্দেশিত সঠিক তাপমাত্রায় মেডিসিনগুলোকে ফ্রিজে সংরক্ষণ করার নির্দেশনা থাকলেও ফার্মেসীগুলো ফ্রিজ ছাড়া বাইরে ঔষুধ গুলো রাখছেন।
তিনি আরও বলেন, এই সকল অপরাধের কারণে ড্র্যাক্ট অ্যাক্ট ১৯৪০ অনুয়াযী গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিকেল হলকে ২০ হাজার টাকা ও ডায়মন্ড ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন ঔষুধগুলোকে জব্দকরে তা নষ্ট করা হয়। এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুমোদনহীন ঔষুধগুলো হলোঃ ফ্লিট এনামা, পিএম-ও-লাইন, ওয়েইন-ও-লাইন, জিএনসি মেগা ম্যান, সোমাচেক -৩, গনাল, ফ্লুফেনজিন ডিকনোয়েট, বেরিয়েট, মহিলা আল্ট্রা মেগা, রিশোগামমা, মাছ তেল, এন্টি-ডি , ত্রিমাকিনোলোন এসিটোনাইড, ডিসপো ভ্যান। এই অভিযানে ঔষধ প্রশাসন, চট্টগ্রামের ঔষধ তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরানসহ সিএমপির সদস্যরা অংশ নেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি