ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

চমেকে আজও চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাধারা প্রতিবেদন  »

ঘোষণা ছাড়াই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা পালন করছেন কর্মবিরতি। মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার প্রতিবাদে তারা এই কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।  

বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকে কোনো ওয়ার্ডে যোগ দেননি ইন্টার্ন চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। কোনো ওয়ার্ড থেকেও এ ব্যাপারে আমাকে অবগত করা হয়নি।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, কয়েকটি ওয়ার্ডে ঘুরে দেখা গেছে কোনোটাতে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেয়নি। এনিয়ে দুপুরে ইন্টার্ন চিকিৎসক, হাসপাতাল প্রশাসনের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন