ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

চমেকে দু’গ্রুপের সংঘর্ষ : চবির সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তারদের উপর হামলার পর দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনসহ ১৩ জনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চমেক ছাত্রলীগের সভাপতি ডা. হাবীবুর রহমান বাদী হয়ে পাঁচলাইশ থানায় এই মামলাটি দায়ের করেন।

বুধবার (২৮ এপ্রিল) রাতে চমেক ক্যাম্পাসে দফায় দফায় ঘটা সংঘর্ষের ঘটনায় দায়ের করা এই মামলার আসামীরা হলেন অভিজিৎ দাশ (২১), মুশফিকুল ইসলাম আরাফ (২২), রিয়াজুল ইসলাম (২২), তৌফিকুর রহমান (২৪), সৌমিক বড়ুয়া (২৪), আতাউল্লা বুখারী (২২), ফজলে রাব্বী সুজন (৩২), সুভাষ মল্লিক সবুজ (২৮), সাদ্দাম হোসেন ইভান (৩০), রবিউল ইসলাম রাজু (২৫), ভূঁইয়া রওনক, হানিফ (৩০), রিয়াজ উদ্দিন আরমান (৩০)।

এসব তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

আসামিদের সকলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

অন্যদিকে বুধবারের সংঘর্ষে আহতদের পক্ষে মামলা দায়ের করা ডা. হাবীবুর রহমান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন