বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আদনান শিকদার (২২) নামে এক দালালকে গ্রেফতার করেছে ফাঁড়ির পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আদনান শিকদার নগরের পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস এলাকার ইউসুফ সিকদারের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, গ্রেফতার আদনান শিকদার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে বিভিন্ন রোগী ও আত্মীয়-স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করতেন তিনি। হাসপাতালের সামনে অয়ন ফার্মেসির দালাল হিসেবে তিনি কাজ করতেন। আদনান শিকদারকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/আরএইচআর