বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয় তলার ৩২ নম্বর নবজাতক পরিচর্যা বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২০ মে) রাত পৌণে ৯ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রঅম ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক জসিম উদ্দিন জানয়েছেন, হাসপাতালের ছয় তলার ৩২ নম্বর নবজাতক পরিচর্যা বিভাগের একটা এয়ার কন্ডিশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৩ টি গাড়ি ঘটনাস্থলে পৌছায়। তবে আমরা যাওয়ার আগেই আগুন নিভে গেছে।
তিনি আরে বলেন, আগুনে তেমন কোন ক্ষতি হয়নি এবং কোন হতাহতের ঘটনাও ঘটেনি।
এদিকে আগুন লাগার পর সেখানে আতঙ্ক সৃষ্টি হয়। লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাধারা/এফএস/এমআর