ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

চমেক হাসপাতালে আরও এক দালাল আটক

দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও এক দালাল আটক করেছে পুলিশ। চমেক হাসপাতালের বহির্বিভাগ থেকে শাহাদাত হোসেন সিফাত (১৮) নামের এ দালালকে আটক করা হয়।

বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তাকে আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

আরও পড়ুন: জায়েদ খানের হাত ঘড়ির দাম ২৬ লাখ

আটককৃত শাহাদাত নগরের পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিকের আব্দুল মাবুদ গফুরের ছেলে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের বহির্বিভাগ থেকে শাহাদাত নামের এক দালাল আটক করা হয়েছে। শাহাদাত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। হাসপাতালের বহির্বিভাগে ঘোরাঘুরির সময় তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবারও হাসপাতালের বহির্বিভাগ থেকে নাসরিন আহমেদ (৩৪) নামে এক দালালকে আটক করে আদালতে পাঠানো হয়েছে

আরও পড়ুন