চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও এক নারী দালাল আটক করেছে পুলিশ। চমেক হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে রিতা চৌধুরী (৫৫) নামের এ দালালকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
আটককৃত রিতা চৌধুরী চট্টগ্রামের সাতকানিতা থানার নলুয়া ইউনিয়নের সুভাষ চৌধুরীর স্ত্রী।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে রিতা চৌধুরী নামের এক দালাল আটক করা হয়েছে। সে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও চমেক হাসপাতালকে দালাল মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে হাসপাতালের বহির্বিভাগ থেকে নাসরিন আহমেদ (৩৪) ও শাহাদাত হোসেন সিফাত (১৮), মোঃ আশরাফ শামীম (২৬), আলো দাস প্রকাশ রত্না (৪০) নামের তিন দালালকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।