ক্রীড়া ডেস্ক »
গোল করে মাঠেই নৃত্য দেখান অনেকে। নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়রদের মাঠে ‘সাম্বা নৃত্যের’ জন্য সমালোচনাও শুনতে হয়েছে। কিন্তু মাঠে লিওনেল মেসির নাচের দৃশ্য দেখা আকাশে ‘ধুমকেতু’ দেখার মতো।
নানান উদযাপন মেসিও করেন। কাতার বিশ্বকাপেও তাকে ভিন্ন ভিন্ন উদযাপন করতে দেখা গেছে। গোল করে কানে হাত দিয়ে ইঙ্গিতপূর্ণ উদযাপন করেছেন। কখনও বাধ ভাঙা উদযাপনে সতীর্থদের কোলে চেপে বসেছেন। কিন্তু মাঠে তাকে নাচতে দেখা যায়নি। এমনকি বন্ধুদের সঙ্গে পার্টিতে গেলেও আগে সেখাবে নাচতে দেখা যায় না।
তবে এবারের পরিস্থিতি ভিন্ন। লিওনেল মেসি যে এবার বিশ্বকাপ জিতেছেন। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে নিজ দেশ আর্জেন্টিনার রোজারিওতে উৎসবের আমেজে আছেন তিনি। তার সতীর্থদের অনেকে ক্লাবে যোগ দিয়েছেন। তবে মেসি ১ জানুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন।
রোজারিওতে তিনি বন্ধু ও সতীর্থদের সঙ্গে ক্রিসমাস উদযাপন করেছেন। এবার এক ভিডিওতে দেখা গেল পার্টিতে নাচছেন মেসি। স্প্যানিশ ভাষার গান ‘আমরা আবারও স্বপ্ন দেখতে পারি।’ গানে তার ওই নাচের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
তার ওই নাচ অবশ্য কোমর বা শরীর দুলিয়ে নয়। অন্যদের নাচের সঙ্গে তাল দিতে তিনি কেবল লাজুকভাবে হাত উচিয়ে নাচে ও গানে সামিল হয়েছেন। হাস্যেজ্জ্বল মেসি তালে তালে গলা মিলিয়েছেন। ওই উদযাপনে তিনি মেতেছিলেন ভাতিজির জন্মদিনের অনুষ্ঠানে। সঙ্গে লিও’র স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জেও ছিলেন।