বাংলাধারা ডেস্ক »
সিলেটের মৌলভীবাজারে চলন্ত পারাবত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ আছে।
এখন টিভির সূত্রে জানা যায়, এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখন সেখানে আগুন নেভাতে কাজ করছে। আরও কিছু ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১১ জুন) দুপুরে কমলগঞ্জের শমসেরনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ওই ট্রেনের যাত্রী জেড স্বপন জানান, ট্রেনের মধ্যে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না। তবে এয়ার কন্ডিশনার ছিল। ধারণা করা হচ্ছে— এয়ার কন্ডিশনার থেকে আগুন লাগতে পারে।
ওই যাত্রী জানান, দুটি বগিতে প্রথম আগুন লাগে। এরপর আরেকটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনের তিনটি বগি আগুনে জ্বলছে।
শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, আগুন লাগার পরপরই ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।