ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

চসিকের অভিযানে ৯ ব্যক্তিকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ৯ ব্যক্তিকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) নগরীর মুরাদপুরের পিলখানা আবাসিক এলাকা, বিবিরহাট এলাকা এবং ১নং রেল গেট থেকে আতুরের ডিপো পর্যন্ত চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী। তিনি বলেন, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর মুরাদপুরস্থ পিলখানা আবাসিক এলাকায় এক ব্যক্তি নালায় পাকা দেওয়াল দিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই দেওয়াল অপসারণ করে নালার পানি চলাচলের পথ উম্মুক্ত করে দেওয়া হয়।

একই অভিযানে মুরাদপুর, পিলখানা ও বিবিরহাট এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মানাধীন ভবন পরিদর্শন করা হয় এবং যেসব স্থানে এডিস মশা জন্ম নেয় সেসব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।

এছাড়া ১নং রেল গেট থেকে আতুরের ডিপো পর্যন্ত হাটহাজারী রোডের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত দখল করে দোকান নির্মাণ করায় প্রায় ২০টি দোকানের বর্ধিত অংশ অপসারন করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। এই সময় সিটি কর্পোরেশনের জায়গা ও রাস্তা দখল করে লোহা ও পুরাতন গাড়ীর যন্ত্রাংশ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫ ব্যক্তির বিরুদ্ধে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম অংশ নেন।

অন্যদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় একটি ছাদ বাগান ও তিনটি নির্মানাধীন ভবনের নির্মাণ সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং নির্মানাধীন ভবনের নীচে এডিস মশা বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় চার ভবন মালিকদের বিরুদ্ধে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জমাট পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য ভবন মালিকদের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন