চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে বরখাস্ত করা হয়েছে। একই দিনে, সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেব পদত্যাগ করেছেন।
বুধবার বিকেলে, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সাথে দেখা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের অভিযোগগুলো তুলে ধরেন।
এ সময় সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন এবং প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির ভিত্তিতে সিটি করপোরেশন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী।
ছাত্র নেতারা অভিযোগ করেন, আন্দোলনের সময় ৩ থেকে ৫ আগস্টের মধ্যে নগরের সব সড়কবাতি বন্ধ রাখা হয়েছিল। এই সুযোগে রাতের অন্ধকারে ছাত্রদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়, এমনকি গুলিও চালানো হয়, যার ফলে মৃত্যুর ঘটনাও ঘটে। তাদের দাবি, সড়কবাতি বন্ধের নির্দেশ দেন ঝুলন কুমার দাশ।
এছাড়াও, মেয়রের ব্যক্তিগত সহকারী হোসেন আওরঙ্গজেবের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি ছাত্রলীগকে আন্দোলন দমনের জন্য টাকা ও অস্ত্র সরবরাহ করেছেন। এতে ছাত্র আন্দোলনের একজন কর্মী নিহত হন। এই অভিযোগের ভিত্তিতে তাকে চাকরি থেকে পদত্যাগ করতে বলা হয়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানিয়েছেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে বরখাস্ত এবং হোসেন আওরঙ্গজেবের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।