চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছকে রাজধানী ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, মো. ইলিয়াছ ঢাকায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা একটি মারামারি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, তিনি এই মামলার ১ নম্বর আসামি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর মো. ইলিয়াছকে চট্টগ্রামে আনা হয়েছে এবং সোমবার (১৩ জানুয়ারি) তাকে আদালতে উপস্থাপন করা হবে। মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হিসেবে মো. ইলিয়াছ বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।