ksrm-ads

১৩ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

চসিকের স্কেল বঞ্চিত কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি

CCC

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কলেজ শিক্ষকদের স্কেল প্রদান ও বৈষম্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

‘বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত বঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচিতে বঞ্চিত শিক্ষকরা বলেন, দীর্ঘ এগার বছর বিধি মোতাবেক নিয়োগ দেওয়ার পরেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই শিক্ষকদের বেতন স্কেল প্রদান না করে নতুন নতুন কলেজ আত্তীকরণ করে। পরে স্থায়ীকরণ এবং কর্পোরেশনের সুযোগসুবিধা গ্রহণ না করার শর্তে এনটিআরসিএ থেকে যোগদানকৃত প্রভাষকদের বিধি বহির্ভূতভাবে স্কেল প্রদান করছে।

তারা আরও বলেন, এ যেন নিজ সন্তানের চেয়ে দত্তক নেওয়া সন্তানের প্রতি অধিক দায়িত্বশীলতা দেখানো হচ্ছে।

অবিলম্বে শিক্ষক নেতৃবৃন্দ বিধি মোতাবেক নিয়োগকৃত কলেজ শিক্ষকদের যথাযথ স্কেল প্রদানের জোর দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। অবস্থান কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ