ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

চসিক কর্মচারীর টিকা কেলেঙ্কারি; গ্রহীতা ও ব্যবস্থাকারী এক দিনের রিমান্ডে

বাংলাধারা প্রতিবেদন »

চসিকের টিকাদান কেন্দ্রের কর্মচারী প্রতি টিকা হাজার টাকার বিনিময়ে বাসায় গিয়ে পুশ করার ঘটনায় গ্রেফতার গ্রহীতা মো. হাসান ও ব্যবস্থাকারী মোবারক আলীকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট হোসেন মোহাম্মদ রেজার আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

প্রসঙ্গ, সরকারের গণটিকা কর্মসূচিতে গত ৭ আগস্ট চসিকের প্রতিটি ওয়ার্ডে তিনটি কেন্দ্রে ৯০০ জনকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু সিটি করপোরেশনের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ টিকাকেন্দ্রে দায়িত্বরত বিষু দে গত ৭ আগস্ট দুপুরে জাকির হোসেন বাই লেনে জোনাব আলী ভবনে মোরশেদ আলীর বাসায় গিয়ে বিষু দে জনপ্রতি এক হাজার টাকার বিনিময়ে হাসান ও তার বন্ধু সাজ্জাদকে টিকা দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

চসিকের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের’ অভিযোগে দণ্ডবিধির ৩৭৯, ৪০৬ ও ৪২০ ধারায় চার জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন