আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা -চন্দনাইশ সড়কে বরকল এলাকায় একটি বেকারিতে চাঁদাববাজি করতে এসে জনতার হাতে দুই চাঁদাবাজ আটক হয়েছে। জনতা তাদেরকে আটক করে চন্দনাইশ থানা পুলিশের হাতে সোপর্দ করে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
আটক শওকত হোসেন মুন্না (২৯) আনোয়ারা উপজেলার চাতরী এলাকার জেবল হোসেনের ছেলে। অপর ব্যক্তি মো. সাজ্জাদ হোসেন (২৩) আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।
বেকারির মালিক শফি বলেন, এর আগেও কিছুদিন আগে বিভিন্ন হুমকি দমকি দিয়ে আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায় মুন্না নামে এই ব্যক্তি, সে নিজেকে একবার সাংবাদিক পরিচয় দেয়, পরে পুলিশের লোক বলে পরিচয় দেয়। আজ সন্ধ্যায় এসে আবার ১লাখ টাকা দাবি করে অন্যথায় বেকারি বন্ধ করে দিবে।
আনোয়ারা থানার এস আই মো.মাজহার বলেন, বরকল এলাকায় একজন সাংবাদিক পরিচয়ে বেকারীতে চাঁদা আদায় করার সময় দুইজনকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাধারা/এফএস/এআর