ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

চাঁদা না দেওয়ায় ভাসমান দোকানিকে পিটিয়ে জখম, আটক ২

চট্টগ্রামের জিইসি মোড় সংলগ্ন নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে চাঁদা না দেওয়ায় ভাসমান দোকানিকে পিটিয়ে জখম করার ঘটনায় দুইজনকে আটক করেছে খুলশী থানা পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) রাতে খুলশী থানার সাব-ইন্সফেক্টর নুরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃত দুইজন আসামীর নাম শাহজাহান ও শরীফ।

ছোট ভাসমান দোকানের আয় দিয়ে সংসার চলে ব্যবসায়ী হেলাল বাদশার। গত ২১ জুলাই রাতে চাঁদা না দেওয়ায় শাহজাহান ও শরীফ তাদের দলবল নিয়ে ওই দোকানির উপর হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

প্রত্যক্ষদর্শীর মতে, রাত দুইটায় হোটেল লর্ডস ইন এর সামনে দোকানদার হেলাল বাদশাকে লোহা, হাতুড়ি ও অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে হামলাকারীরা। তৎক্ষণাৎ পুলিশের উপস্থিতির কারণে প্রাণে বেঁচে যায় হেলাল বাদশা।

খুলশী থানার সাব-ইন্সফেক্টর নুরুল ইসলাম বলেন, আসামি শরিফ হোসেনকে সদর ঘাট থানাধীন ৭১ ক্লাব কমিউনিটি সেন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ অভিযানে সদরঘাট থানা পুলিশ আমাদের ব্যাপক ভাবে সহায়তা করেছে। এছাড়াও অপর আসামি শাহজাহানকে খুলশী থানাধীন বেবি সুপার মার্কেটের পিছনে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ