ডবাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, এই অভিযোগটি ‘সন্দেহজনক’।
শনিবার (২৩ জুলাই) রাতে বায়েজিদ-ফৌজদারহাট লিঙ্ক রোডের সীতাকুণ্ড অংশের তিন নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই তরুণী।
ভুক্তভোগী ওই নারীর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। তার বয়স ২৫ বছর। তিনি নগরীর আকবর শাহ এলাকার বার্মা কলোনিতে ঘর ভাড়া নিয়ে থাকেন।
পুলিশ জানায়, পরিবারের কারও সঙ্গে তার সম্পর্ক নেই। বছর কয়েক আগে বিয়ে করলেও স্বামীর সঙ্গে এখন তিনি এখন থাকেন না। তার স্থায়ী কোনো পেশাও নেই।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক তৌহিদুল করিম বলেন, ‘পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে তাকে কয়েকজন ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়। এরপর তিনজন মিলে তাকে জিম্মি করে তিন নম্বর ব্রিজের নিচে নিয়ে ধর্ষণ করে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ওই তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা নিচ্ছেন। ওই তরুণী জানিয়েছে নগরীর আকবর শাহ এলাকার বার্মা কলোনিতে ঘর ভাড়া নিয়ে তিনি থাকেন। তবে তার স্থায়ী কোনো পেশা নেই।’
পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় অভিযোগটি ‘সন্দেহজনক’ জানিয়ে তিনি বলেন, ‘পোশাক কারখানায় চাকরি পেতে কেন ওই তরুণী রাতের বেলায় সেখানে গেল, এর সাথে কোনো কারণ আছে কি না, সেসব বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।’
এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি বলেও জানান পরিদর্শক তৌহিদুল করিম।