ksrm-ads

১৫ মার্চ ২০২৫

ksrm-ads

চান্দগাঁওয়ে অসামাজিক কার্যকলাপে অভিযুক্ত ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার রাহাত্তাপুল এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে পুলিশ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আকমাম হোসেন (২৪), মোঃ নজরুল ইসলাম (৪০), মোঃ রফিকুল ইসলাম (৪২), মেঘা আক্তার (১৯) এবং জেসমিন আক্তার (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে চান্দগাঁও থানাধীন সেলিম বিল্ডিংয়ের চতুর্থ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি বলেন, “অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচজন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ভবনে অসামাজিক কার্যকলাপ চলছিল। পুলিশ অভিযান পরিচালনার পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

আরও পড়ুন