বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পুরাতন চান্দগাঁও এলাকা থেকে কার্ভাড ভ্যান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা করেছে চান্দগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জুন) সকালে শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের উত্তর পাশে কার্ভাড ভ্যান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার রাকিব (২৪)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিনি ওই কার্ভাড ভ্যানের চালক। সোমবার রাতের কোনো এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় রশি পেঁচানো এবং মরদেহটি শোয়ানো অবস্থায় ছিল। মরদেহটি ময়নতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর রহস্য।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি