বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে কর্তব্য পালনকালে পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মো. সালহউদ্দিনকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনার আড়াই মাস পর অন্যতম অভিযুক্ত মো. জুয়েলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে ৫ টার দিকে কর্ণফুলী থানার সৈন্যার টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এএসআই কাজী মো.সালহউদ্দিনকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মো. জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। মাইক্রোবাসটিতে জুয়েল ছিল।
তিনি আরও জানান, জুয়েলকে আদালতে পাঠানো হলে, আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আজ তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে।
উল্লেখ্য, গত ১৯ জুন দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডিসি উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যা মামলার মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতরা হলেন- ঘটনার সময় জব্দকৃত মাইক্রোবাস চালক মো. বেলাল (৩৪ ), মো. রাশেদ প্রকাশ রাসেল (২৬), সারোয়াতলী আহলা দরবার শরীফ কালু শাহ বাড়ির মৃত জাকের হোসেনের ছেলে সামশুল আলম (৬০)।
গত ১১ জুন চান্দগাঁও থানার কর্মরত এএসআই কাজী মো.সালাহউদ্দীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাতের ডিউটি করাকালীন চোলাই মদ বহনকারী একটি মাইক্রোবাস মেহেরাজখানঘাটা পেট্রোল পাম্পের সামনে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছিল।
বাংলাধারা/এফএস/এআই