বাংলাধারা ডেস্ক »
গাজীপুরের টঙ্গীতে চার দিনে চার শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় জসিম উদ্দিন ( ৫৫ ) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, গত সোমবার (২৪ জুন) থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিনে জসিম চার শিশুটি ধর্ষণ করে।
বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে এক শিশুকে ধর্ষণ করলে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে রাতে টঙ্গীর বনমালা এলাকা থেকে জসিমকে আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত জসিম বরিশালের কর্ণকাঠি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। টঙ্গীর বনমালা (টেকপাড়া) এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে।
ওসি কামাল হোসেন বলেন, ‘গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিনে চার শিশুকে ধর্ষণ করে জসিম। গতকাল এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনার শিকার চার শিশুকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ধর্ষণের কথা স্বীকার করেছে।’ এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরে করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি