বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী চিকিৎসা শেষে দিল্লি থেকে বিমানযোগে চট্টগ্রামে এসে পৌঁছেছেন।
সোমবার (৩ অক্টোবর) দুপুর ২টায় তিনি শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
বিমান বন্দরে উপস্থিত সবার উদ্দেশ্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, একটি অশুভ চক্র দেশকে নৈরাজ্যে সৃষ্টির পায়তার চালাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই নৈরাজ্যকারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বিমান বন্দরে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় বিমান বন্দরে সিটি মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, সাধারণ কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, হাজী নুরুল হক, গোলাম মোহাম্মদ চৌধুরী, ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, আবদুল মান্নান, মো. ইলিয়াছ, মো. নুরুল আলম, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, আতাউল্লাহ চৌধুরী, গোলাম মোহাম্মদ জোবায়ের, মোহাম্মদ জাবেদ, অধ্যাপক মো. ইসমাইল, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, গাজী শফিউল আজিম, এম আশরাফুল আলম, মো. শফিকুল ইসলাম, শাহেদ ইকবাল বাবু, জিয়াউল হক সুমন, সলিম উল্লাহ বাচ্চু, মো. নরুল আমিন, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, নুর মোস্তফা টিনু, পুলক খাস্তগীর, মো. মোর্শেদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সির শাহনুর বেগম, জেসমিন পারভীন জেসী, আঞ্জুমান আরা, তসলিমা বেগম নুরজাহান, শাহীন আকতার রোজী, রুমকি সেনগুপ্ত, জাহেদা বেগম পপি, হুরে আরা বেগম, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম সহ বিভাগীয় ও শাখা প্রধানগন এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য মেয়র চিকিৎসার জন্য গত ১৭ সেপ্টেম্বর দিল্লী যান।