ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

চিন্ময় ইস্যুতে সাজু বৈদ্যের ৫ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের আদালত প্রাঙ্গণে চিন্ময় ইস্যুতে পুলিশের সংঘর্ষের মামলার আসামি সাজু বৈদ্যকে (৩৯)  পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রামের পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান জিনিয়ার আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া সাজু বৈদ্য নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা ডাক্তার লেন এলাকার মধুসূদন বৈদ্য’র ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কোতোয়ালী থানার একটি রাষ্ট্রদ্রোহী মামলায় আদালতে হাজির করলে আদালত জামিন নামঞ্জুর করেন। এরপর তার অনুসারিরা প্রিজন ভ্যান আটকে আদালত ও আশেপাশের এলাকায় বিক্ষোভ করতে থাকেন। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এসময় আদালত চত্বরে থাকা সরকারি গাড়িসহ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে ভাঙচুর করা হয়। একপর্যায়ে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে বিক্ষুব্ধরা। পরদিন সংঘর্ষে পুলিশের ওপর হামলা ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করে তিনটি মামলা করে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সিভয়েস২৪’কে বলেন, ‘সাজু বৈদ্যকে ঘটনার দিন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনগণ। তিনি এতদিন চিকিৎসাধীন ছিলেন। আজ তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। জিজ্ঞাসাবাদ করতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সাজু বৈদ্য ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশ এর দায়েরকৃত একটি মামলার ১০ নম্বর এজাহারনামীয় আসামি।’

আরও পড়ুন