ksrm-ads

২৭ এপ্রিল ২০২৫

ksrm-ads

চিলির বিপক্ষে ব্রাজিলের কষ্টার্জিত জয়, সেমিতে প্রতিপক্ষ পেরু

বাংলাধারা স্পোর্টস  »

ম্যাচের ৪৮তম মিনিটে দলীয় ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস লালকার্ড দেখলে ১০ জনের দল পরিণত হয় স্বাগতিক ব্রাজিল। এরপরও লুকাস পাকুয়েতার দেয়া গোলের লিড ধরে রেখে শেষ পর্যন্ত ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল তিতের শিষ্যরা। ফাইনালে উঠার মিশনে তাদের প্রতিপক্ষ পেরু।

শনিবার (০৩ জুলাই) ম্যাচ শুরু হওয়ার আগে সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা অতীত ইতিহাস—সব দিক থেকেই চিলির চেয়ে ঢের এগিয়ে ছিল ব্রাজিল। তাই ঘরের মাঠে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল পাঁচ বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু লড়াই যতটা সহজ হবে ভেবেছিল ততটা হয়নি। এক গোল করে সেই ব্যবধান রাখতেই লড়াই করতে হয়েছে ব্রাজিলকে। শেষ পর্যন্ত ওই এক গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

দলের হয়ে একমাত্র গোলটি করেছেন লুকাস। এদিন ম্যাচের প্রধামার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে। এরপর বিরতি থেকে ফিরে দলকে উদ্ধার করেন লুকাস। ম্যাচটির প্রথমার্ধে ব্রাজিলের চেয়ে লড়াইয়ে কোনো অংশে কম ছিল না চিলি। বরং বেশিরভাগ সময় বল দখলে রেখেছে চিলিই। আগেভাগে আক্রমণেও যায় চিলি। তবে শেষ পর্যন্ত আক্রমণে দুদলই ছিল প্রায় সমানে-সমান। ব্রাজিল ১০বার শট নেয়, চিলি নেয় ১১বার।

এদিন ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম আক্রমণে ওঠে চিলি। যদিও ভার্গাসের শট প্রতিহত করেন এডারসন। পাঁচ মিনিট পর প্রতি আক্রমণে ওঠে ব্রাজিল। সতীর্থদের বাড়ানো বল ধরে রিচার্লিসন লেফট উইং থেকে দূরপাল্লার শট নেন তিনি। কিন্তু বল সরাসরি চলে যায় চিলির গোলরক্ষকের হাতে। ২২ মিনিটের মাথায় নেইমারের ক্রস থেকে বল ধরার চেষ্টা করেন ফিরমিনো। তবে টাইমিং ঠিকঠাক না হওয়ায় আক্রমণে যেতে পারেননি ফিরমিনো। এরপর প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে গোল না আসলে শূন্য হাতেই বিরতিতে যায় ব্রাজিল-চিলি।

বিরতি থেকে ফিরেই গোল পেয়ে যায় ব্রাজিল। ৪৬ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সতীর্থের পাস পেয়ে বল বাড়িয়ে দেন নেইমার। বল পেয়ে চিলির ছোট ডি বক্সে নিয়ে হালকা ঠেলে দিয়ে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস। এর কিছুক্ষণের মাথায় ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। ৪৮ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে হাই ফুট করে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের বাকি সময় ১০জনকে নিয়েই লড়াই করতে হয় স্বাগতিকদের।

১০ জনের ব্রাজিলকে পেয়ে বেশ আগ্রাসী হয়ে ওঠে চিলি। আক্রমণে গিয়ে গোলও করে ফেলে দলটি। কিন্তু অফসাইড হয়ে গেলে গোলটি বাতিল হয়ে যায়। শেষ দিকে বেশ কয়েকবার আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। দুদলের খেলোয়াড়রা ফাউল করে হলুদ কার্ডও দেখেন বেশ কয়েকবার। কিন্তু জালের দেখা পায়নি চিলি। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন