১৫ জুলাই ২০২৫

ছবি প্রকাশ্যে এনে পরী বললেন— ‘আমাদের রাজপুত্র’

বিনোদন প্রতিবেদক »

ভক্তদের জন্য ছেলের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ছেলের ছবি প্রকাশ করেছেন তিনি।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে বুকে নিয়ে পরম যত্নে আগলে রেখেছেন পরী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য। তবে সন্তানের পুরো নাম জানালেন ছবি প্রকাশ করে।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমণি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার স্বামী অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

আরও পড়ুন