ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

ছাত্রলীগ নেতা তারেক হত্যা মামলার আসামি শ্রাবণ গ্রেফতার

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর বাজালখানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত আসকার বিন তারেক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শ্রাবণ দে’কে (২০) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে পটিয়া করনখাইন সাধুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। শ্রাবণ দে পটিয়া উপজেলার করনখাইন সাধুর বাড়ির মৃত অজিত দের ছেলে।

নিহত আসকার বিন তারেক ইভান (১৮) নগরের এনায়েতবাজার এলাকার জমির উদ্দিন ম্যানশনের এসএম তারেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, বুধবার রাতে পটিয়ার নিজ বাড়িতে থেকে আসকার বিন শ্রাবণকে গ্রেপ্তার করি। আজ (বৃহস্পতিবার) সকালে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তিনি আরও বলেন, আসকার বিন তারেক (ইভান) হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল শুক্রবার রাত ১০টার দিকে চেরাগী পাহাড় এলাকায় ছুরিকাঘাতে খুন হন আসকার বিন তারেক ইভান।

আরও পড়ুন